হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কবিরাজ সুলাল খুন: ৪ জনের মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কবিরাজ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আজ বুধবার এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চট্টগ্রামে রাউজান উপজেলার মিঠু চৌধুরী (৩৫), সুমন চৌধুরী (৪৩), দেলোয়োর হোসেন (৪৩) ও এরশাদ হোসেন (৩৫)। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্দীপ চৌধুরীকে (৫৩) কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এজাহারনামীয় আসামি মো. ইলিয়াসকে বেকসুর খালাস দেন আদালত। 

চট্টগ্রাম জেলা দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার চৌধুরী সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ২০১৬ সালের ২৫ জুন রাতে রিকশাযোগে বাড়ি ফেরার সময় খুন হন রাউজানের ৫ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের বাসিন্দা সুলাল চৌধুরী। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করে পরে তাঁর লাশ ডোবায় ফেলে গুম করার চেষ্টা করে আসামিরা। 

ঘটনার সময় ৫৫ বছর বয়সী সুলাল চৌধুরী স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দিতেন। রাউজানে আজাদী বাজারে অভয়া ঔষধালয় নামে তাঁর একটি আয়ুর্বেদিক দোকান ছিল। 

ওই ঘটনায় ২৭ জুন নিহতের ছেলে রাউজান থানায় একই উপজেলার বাসিন্দা রিকশাচালক মো. ইলিয়াছকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রাউজান উপজেলার মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়োর হোসেন ও এরশাদ হোসেনকে ৩০২ ধারা ও ৫৪ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। 

আদালতের অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস বলেন, মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দিল আদালত। 

দণ্ডিতদের মধ্যে দেলোয়ার এবং খালাস পাওয়া ইলিয়াস রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। দেলোয়ারকে সাজা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ ছাড়া পলাতক তিনজনের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির