প্রতিনিধি, মতলব দক্ষিণ, (চাঁদপুর)
চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে গাছ থেকে পড়ে গিয়ে আলী আকবর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন গাছুয়া ছিলেন। দীর্ঘদিন যাবৎ গাছ কাটা আর বাছাইয়ের কাজ করতেন তিনি।
গতকাল বুধবার বিকেলে কড়ইগাছের ডাল কাটতে গিয়ে পা পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। এতে তাঁর মুখমণ্ডল থেঁতলে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি জানান, অসাবধানতার কারণে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।