হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আবদুল কাদের (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার চরণদ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আবদুল কাদের উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাজসজ্জার কাজ করতেন। আজ সকালে তাঁর বাড়ি থেকে স্ত্রী নূর নাহার আকতারের (১৯) মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দীন সুমন বলেন, ‘গৃহবধূর মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে নুর নাহারের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বামী আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মার্চে উপজেলার শরীফ পাড়া এলাকার সিদ্দিক সারেংয়ের বাড়ির রবিউল হকের মেয়ে নূর নাহারের (১৯) সঙ্গে আবদুল কাদেরের বিয়ে হয়।

নূর নাহার আকতারের পরিবারের সদস্যরা বলছেন, আজ সকাল ৭টার দিকে আবদুল কাদের মোবাইল ফোনে কল করে নূর নাহার আত্মহত্যা করেছেন বলে তাদের জানান। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর নাহারের লাশ ঝুলতে দেখেন। এরপর মরদেহটি উদ্ধার করে আবদুল কাদেরকে আটক করা হয়। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে আবদুল কাদের ও থানার উপরিপরিদর্শক (এএসআই) শাহ আলমকে মারধর করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

এ নিয়ে আবদুল কাদের বলেন, ‘গতকাল রাতে অনুষ্ঠানের কাজে আমি বাইরে ছিলাম। ভোরে ঘরে এসে নূর নাহারের মৃত্যুর বিষয়টি জানতে পারি।’ 

নূর নাহার আকতারের মা নূর আয়েশা বলেন, ‘বিয়ের সময় ছেলে পক্ষের বিভিন্ন দাবি পূরণ করতে পারিনি। এ নিয়ে শ্বশুর বাড়িতে মেয়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের দুইমাস পর থেকে এক বছর নিজের বাড়ি এনে রেখেছিলাম। দুই সপ্তাহ আগে আবার তাঁকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি। এখন লাশ হয়ে ফিরে আসলো মেয়েটি।’ 

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল করিম জানিয়েছেন, ‘তাদের বিয়ের পর স্বামী ও শাশুড়ির নির্যাতন নিয়ে আগেও বেশ কয়েকবার সালিস করেছি। ’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে