হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইকারীর আস্তানায় মিলল লুট হওয়া অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইকারীর আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ আরিফ হোসেন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর আস্তানা থেকে বিদেশি একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ৫০টি গুলি উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ছিনতাইকারী দলের প্রধান আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর আস্তানা থেকে ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ৫০টি গুলি উদ্ধার করা হয়েছে। আমরা আরিফের কাছে থেকে যে অস্ত্রটি উদ্ধার করেছি, সেটি ডবলমুরিং থানায় বেসরকারি ব্যক্তির জমা রাখা একটি অস্ত্র। যেটি গত ৫ আগস্ট লুট হয়েছিল। গুলির খোসাগুলোও থানা থেকে লুট করা।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছেন, তাঁর কাছ থেকে উদ্ধার করা অস্ত্র-গুলি ডবলমুরিং থানা থেকে লুট করা। তবে এগুলোর বাইরে তাঁর কাছে আরও অস্ত্র-গুলি আছে কিনা, তা কৌশলে এড়িয়ে যাচ্ছেন।

ওসি আরও বলেন, থানা লুটের মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে আদালতে। তা মঞ্জুর হলে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে হয়তো তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে।

গ্রেপ্তার আরিফ অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই করে থাকেন। এই পর্যন্ত তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ১৩টি মামলা পাওয়া গেছে। আরও আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

চট্টগ্রামে ছিনতাইকারীর আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে নগরীর বারেক বিল্ডিং এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন উপপরিদর্শক (এসআই) মো. আহলাত ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।

একই সঙ্গে গ্রেপ্তার করা হয় মো. তারেক, মো. জুয়েল ও জাহেদুল ইসলাম নামের তিন ছিনতাইকারীকে। কিন্তু পলাতক ছিলেন তাঁদের দলনেতা আরিফ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু