হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবককে হত্যা: আসামিদের ঘরে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

আসামিদের বসতঘর আগুনে জ্বালছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় আসামিদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার রাতে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ার বাড়ির মামলার আসামিদের বসতঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর মানিকের জানাজা শেষে মাইকে ঘোষণা দিয়ে আসামি মো. রাসেল (৩৬) ও মো. নয়নের (৩২) বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় মাদকের টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে রাসেল, নয়ন ও অজ্ঞাত দু-তিনজন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫