চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার জিহস ফকিরপাড়া এলাকায় দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম আসমা আকতার। সে ফকিরপাড়া এলাকার নুরুল আলমের মেয়ে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে বেলা ১১টার দিকে পুকুর থেকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর মোরশেদু আলম পুকুরে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।