চরণদ্বীপ দরবারের রজভীয়া আলিয়া শরিফের পির মুফতি ইদ্রিস রেজভী মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়, মুরিদ ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী শেরে বাংলার (রহ.) শিষ্য হিসেবে মুরিদদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মানুষের ঢল নামে।
বার আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত চরণদ্বীপ গ্রামে ১৯১৩ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মুফতি ইদ্রিস রেজভী। তাঁর বাবা প্রখ্যাত আলেম শাহ সুফি আল্লামা দুলা মিয়া।