হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

হাসপাতাল থেকে শিশু নিখোঁজ, সন্ধান মিলছে না তার মায়েরও

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিয়াম নামের ছয় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। সন্তানকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন ওই সন্তানের মা রিনা বেগমও। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তাদের হদিস মিলছে না। সিয়াম নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার ছেলে, রিনা বেগম তাঁর স্ত্রী।

সরেজমিনে নিখোঁজ সিয়ামের বাড়িতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রিনা তাঁর ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যান। দুপুরের দিকে সিয়াম হারিয়ে যায়। হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সময় এক পথচারী রিনাকে বলেন, একটি ছেলেকে রসুল্লাবাদ গ্রামের অটোরিকশায় উঠতে দেখেছেন তিনি। এই কথা শুনে রিনা ছেলের খোঁজে বেরিয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওবায়দুল হক আরও বলেন, ‘খবর পেয়ে আমরাও সিয়ামকে খুঁজতে বেরিয়ে যাই। এলাকায় মাইকিং করা হয়েছে। ফেসবুকে তাদের ছবি দিয়ে খবর প্রচার করা হচ্ছে। কিন্তু তাদের কোনো খোঁজখবর পাইনি। একদিকে ছেলে নিখোঁজ, অন্যদিকে ছেলেকে খুঁজতে গিয়ে মা নিখোঁজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মা ও ছেলের কোনো খবর পাওয়া যায়নি। বাজারের সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যাচ্ছে না তাদের।’

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মা-ছেলেকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫