হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

হাসপাতাল থেকে শিশু নিখোঁজ, সন্ধান মিলছে না তার মায়েরও

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিয়াম নামের ছয় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। সন্তানকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন ওই সন্তানের মা রিনা বেগমও। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তাদের হদিস মিলছে না। সিয়াম নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার ছেলে, রিনা বেগম তাঁর স্ত্রী।

সরেজমিনে নিখোঁজ সিয়ামের বাড়িতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রিনা তাঁর ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যান। দুপুরের দিকে সিয়াম হারিয়ে যায়। হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সময় এক পথচারী রিনাকে বলেন, একটি ছেলেকে রসুল্লাবাদ গ্রামের অটোরিকশায় উঠতে দেখেছেন তিনি। এই কথা শুনে রিনা ছেলের খোঁজে বেরিয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওবায়দুল হক আরও বলেন, ‘খবর পেয়ে আমরাও সিয়ামকে খুঁজতে বেরিয়ে যাই। এলাকায় মাইকিং করা হয়েছে। ফেসবুকে তাদের ছবি দিয়ে খবর প্রচার করা হচ্ছে। কিন্তু তাদের কোনো খোঁজখবর পাইনি। একদিকে ছেলে নিখোঁজ, অন্যদিকে ছেলেকে খুঁজতে গিয়ে মা নিখোঁজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মা ও ছেলের কোনো খবর পাওয়া যায়নি। বাজারের সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যাচ্ছে না তাদের।’

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মা-ছেলেকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল