হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ লাখ টাকাসহ আটক ব্যক্তি আমার সমর্থক নন: ঈগলের প্রার্থী মোতালেব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলায় পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মঈনুল জানান তিনি এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক। তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি। 

আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেন এম এ মোতালেব। এর আগে, আজ দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। আর ওই টাকাগুলো ভোটারদের দেওয়ার জন্য বহন করছিলেন বলে জানান। 

এদিকে অভিযানের সময় হাতেনাতে টাকাসহ ধরা পরলে মঈনুল ইসলাম ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করেন। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, মঈনুল ইসলাম চৌধুরী নামে তাঁর কোনো সমর্থক নেই। আর ভোটারদের দেওয়ার জন্য টাকা বিতরণের কোনো প্রশ্নই আসে না।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির