হোম > সারা দেশ > চট্টগ্রাম

লরির চাপায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পণ্য পরিবহন সংস্থা এমএসএস ক্যারিয়ার সার্ভিসের লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় পাহাড়তলীর সাগরিকা স্টেডিয়াম টোল রোডে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (৫১) ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন (৪১)। 

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আজ সন্ধ্যায় সাগরিকা স্টেডিয়াম টোল রোড এলাকায় ১৬ চাকার একটি লরির চাপায় প্রাইভেট কারে থাকা চার ব্যক্তি গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আওয়ামী লীগের নেতা রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেনকে চমেক হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লরি ও প্রাইভেট কারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির