হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারামারির জেরে গ্যারেজমালিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যারেজের মালিক হত্যায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আসামিরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সাজন মিয়া (৪৭) নামের এক গ্যারেজের মালিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এক দফা মারামারির পর দলবল নিয়ে সাজন মিয়ার গ্যারেজে হামলা চালায় আসামি বায়েজিদ। তিনি নিজেই সাজন মিয়াকে ছুরিকাঘাত করেন।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় এই খুনের ঘটনা ঘটে। নিহত সাজন মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ভাতসালা গ্রামের এনায়েত মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি বাকলিয়া থানার বগারবিলে বলাকা আবাসিক এলাকায় ভাড়া থাকতেন এবং একই এলাকায় তাঁর একটি ভ্যানগাড়ির গ্যারেজ ছিল।

হত্যার ঘটনায় বায়েজিদ রহমান (২৭) ও আবু কালাম (৩৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দিবাগত রাত ২টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়িও কিশোরগঞ্জের অষ্টগ্রামে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আসামিদের সঙ্গে ভিকটিমের পূর্বশত্রুতা ও নানা বিরোধ ছিল। হত্যাকাণ্ডের আগে চিড়া-মুড়ির দোকানের সামনে আসামি বায়েজিদের সঙ্গে ভিকটিম সাজন মিয়ার মারামারি হয়েছিল। মারামারির পরে সাজন মিয়া নিজের গ্যারেজে চলে আসেন। পরে সেখানে বায়েজিদ দলবল নিয়ে হামলা চালায়। এ সময় সাজন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। বায়েজিদ নিজেই সাজন মিয়াকে ছুরিকাঘাত করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। ওসি জানান, এ ঘটনায় আজ হওয়া একটি হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক