হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় সৈয়দ মো. রাসেল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত রাসেল উপজেলার ছিপাতলী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড কাজির খিল নুরুল আলম মেম্বারের বাড়ি মৃত মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছিপাতলী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু। 

প্রত্যক্ষদর্শী নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতি ও দ্রুতযান স্পেশাল সার্ভিসের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান বলেন, চট্টগ্রাম নগরীর দিকে যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় মো. রাসেল নামের এক মোটরসাইকেল চালক এম আলম ফিলিং স্টেশন থেকে গাড়ি তেল নিয়ে সড়কে বের হন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে রাউজান হাইওয়ে পুলিশ পরিদর্শন (ওসি) কামরুল আজম বলেন, অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে বলে ধারণা করছি। মরদেহটি উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো জব্দ করা হয়েছে। নিহতের পরিবার যদি মামলা করে তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী