হোম > সারা দেশ > চাঁদপুর

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদে আজ সোমবার দুপুরে জেলেদের মধ্যে চাল বিতরণকালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ থামাতে কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সরকারি নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মধ্যে এই চাল বিতরণের কথা ছিল।

আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। তাঁরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বহরিয়া বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘গতকাল (রোববার) থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ (সোমবার) ৭ নম্বর ওয়ার্ড লোকদের আসতে নিষেধ করেন। এ জন্য জেলেরা কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাঁদের কোনো জেলে কার্ড নেই, তাঁরা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ঝামেলা সৃষ্টি করেছেন। তাঁদের আজকে আসতে নিষেধ করেছি। কিন্তু তাঁরাই আজকে এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছেন। জেলে কার্ড ছাড়া চাল নিয়ে যাওয়াসহ আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, এগুলো সঠিক না।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাব্বি নামের একজনের মাথায় টেঁটা বিদ্ধ ছিল। তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদে আজ সোমবার দুপুরে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দিই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা জানি না। চাল দেওয়া বন্ধ রয়েছে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুই পক্ষের লোকজন কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল