হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ আসনে ভূমিমন্ত্রীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া খেলাফত আন্দোলনের প্রার্থী মৌলভী রশিদুল হকের (বিএসসি) ব্যাংক হিসাব নম্বর না থাকায় তাঁর মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়। 

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তৃণমূল বিএনপির মকবুল আহমেদ চৌধুরী, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী ও ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসাইন। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই প্রার্থীর নির্বাচনকালীন ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়নি। পরে প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র সোমবার পর্যন্ত বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারলে বাতিল করা হয়।’

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ