হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

পুলিশের কাছে থেকে আসামি ছিনিয়ে নিল জনতা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় স্থানীয় জনতা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল আরজু গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করে।

এ সময় বিক্ষুব্ধ জনতা হ্যান্ডকাপসহ রাজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়দের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাজনকে ছেড়ে দিয়ে পুলিশের হ্যান্ডকাপটি উদ্ধার করেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের এক আসামি। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় তিনি সাংবাদিকদের নিউজ না করতে অনুরোধ জানিয়েছেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল