হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ, সম্পাদক সবুর

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাধারণ সম্পাদক সবুর শুভ ও সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করে।

রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান ১৫৮টি।

আর সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৯৫ ভোটে নির্বাচিত হয়েছেন। ১৬৪ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদ উল্লাহ।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরোপ্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।

এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ৪৪৫ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি