হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডের হীরক জয়ন্তীতে আনন্দ শোভাযাত্রা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। আজ বুধবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সকালে শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পরে নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে আয়োজন কমিটি।

‘গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর’ উদ্‌যাপনে এ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, অধ্যাপক সৌমেশ কর চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ইন্দ্রভূষন ভৌমিক, অধ্যাপক মো. আব্দুল খালেক, অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া, অধ্যাপক এ কে এম আসাদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আজহারুল ইসলাম, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. সানাউল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভিন্ন কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষসহ শিক্ষার্থীরা।

দেশের বৃহত্তর ও প্রাচীনতম কুমিল্লা শিক্ষা বোর্ড যাত্রা শুরু করেছিল ৬০ বছর আগে ১৯৬২ সালে। কক্সবাজারের টেকনাফ থেকে সুনামগঞ্জের তাহিরপুর পর্যন্ত মানুষের শিক্ষা সনদ ছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে এই বোর্ড ভেঙে গঠিত হয়েছে তিনটি শিক্ষা বোর্ড কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট। বর্তমানে ৪২৬টি কলেজ এবং ১৯৬৫টি মাধ্যমিক স্কুলের দায়িত্ব পালন করছে কুমিল্লা বোর্ড।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়