নতুন করে আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এল চট্টগ্রামে। এর মধ্যে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে। আজ শনিবার সকাল ৭টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আমরা আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা বুঝে পেয়েছি। সেগুলো আমাদের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। সিনোফার্মেরগুলো চলমান প্রথম ডোজ ও মর্ডানাগুলো দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে।
সেখ ফজলে রাব্বি জানান, সরকার বিভিন্ন দেশ থেকে টিকা নিশ্চিত করছে। তারা নতুন করে আরও টিকা বুঝে পেলে চট্টগ্রামেও নতুন করে আরও চালান পাঠানো হবে।
এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল।