হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ৪ দফা দাবি আদায়ে কর্মকর্তাদের ভেতরে রেখে হলে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চার দফা দাবি আদায়ে কর্মকর্তাদের ভেতরে রেখে একটি হলের অফিস কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এই ঘটনা ঘটে। তবে হল প্রশাসনের আশ্বাস পেয়ে ঘণ্টাখানেক পর তালা খুলে দেন শিক্ষার্থীরা।

চার দফা দাবি হলো, ইন্টারনেট সমস্যার সমাধান, সুপেয় পানির ব্যবস্থা করা, হলের নিরাপত্তা জোরদার ও মাঠে বহিরাগত নিয়ন্ত্রণ করা।

এ বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়া বলেন, ‘হলের ওয়াইফাই যে সমস্যা, এই সমস্যা অন্যান্য হলেও ছিল। সেখানে সমাধান হলেও আমাদের হলের ইন্টারনেট সমস্যার সমাধান হয়নি। পানির সমস্যা নিয়ে আমরা বারবার বলেছি, প্রভোস্ট স্যারকেও জানিয়েছি তবে সমাধান পাইনি। শেষে আমরা তালা দিতে বাধ্য হয়েছি, যাতে আমাদের দাবিগুলো তাঁরা নজরে নেন।’

আন্দোলনরত ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এইচ টি ইমাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছি। আমাদের পানির সমস্যা, শৌচাগারের সমস্যা, অনেকের কক্ষে দেয়াল বেয়ে পানি পড়ে। আমাদের মাঠে হলের ছেলেরা খেলতে পারে না, বহিরাগতদের দখলে থাকে মাঠ। হলের ওয়াইফাই সংযোগে অনেক সমস্যা। এখনো এসব সমস্যার সমাধান হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের (আন্দোলনরত) সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেট সমস্যার বিষয়ে আইসিটি সেলের সঙ্গে কথা হয়েছে। সমাধানযোগ্য ইস্যুগুলো আগামী দুই দিনের মধ্যে সমাধান করা হবে। আমাদের একটু সময় দিতে হবে।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে