হোম > সারা দেশ > চাঁদপুর

‘শিক্ষক আমার ছেলেকে মেরেছে, তাই আমি রাগে তাঁকে মেরেছি’

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় ঢুকে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে বোয়ালিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আলী আজগর। এ সময় হঠাৎ করে অভিযুক্ত অভিভাবক কাজী জসিম উদ্দিন ও কাজী আল আমিন মাদ্রাসার ক্লাস রুমে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মারধর করে প্রতিষ্ঠানটি বন্ধ ও ভাঙচুর করার হুমকি দেন। 

জানা গেছে, অভিযুক্ত জসিম উদ্দিন ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক। মাদ্রাসার নিয়মশৃঙ্খলা না মেনে তাঁর ছেলে ছুটি কাটিয়েছে। এতে শিক্ষার্থীকে হুজুর শাসন করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর করেন। 

মারধরের শিকার শিক্ষক আলী আজগর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ক্লাসে পড়ানোর সময় হঠাৎ করে ক্লাসে এসে আমাকে মারধর করা শুরু করেছে।’ 

এ বিষয়ে মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হুজুর দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় চাকরি করে আসছেন। কেন তিনি মারধরের শিকার হলেন, আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিচার দাবি করছি। বর্তমানে এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।’ 

অভিযুক্ত কাজী জসিম উদ্দিন বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই মাদ্রাসার অভিভাবক। আমার ছেলে ঢাকাতে গিয়েছিল। আসার পর শিক্ষক আমার ছেলেকে মেরেছে, তাই আমি রাগে তাঁকে মেরেছি।’ 

ছুটির জন্য আবেদন করেছেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কোনো বিষয় আমার জানা নেই।’ 
 
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল