হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক ডুবে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা পড়েছেন ৫৮৩ পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আজ মঙ্গলবার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করছেন। ছবি: আজকের পত্রিকা

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন ৫৮৩ জন পর্যটক।

আজ মঙ্গলবার সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন কাজ করছে। পর্যটকদের বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ওপর ৫-৬ ফুট পানি উঠেছে। এই অবস্থায় কোনোভাবে যানবাহন চলাচল সম্ভব নয়।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার আজকের পত্রিকাকে বলেন, আটকে পড়া অনেক পর্যটক সড়ক ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন, তাঁরা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা