হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ের শিলছড়িতে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর এই শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে জানান মেয়েটির পরিবারের সদস্যরা। 

আজ শুক্রবার সকালে উক্ত ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় ওই যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

অভিযুক্ত যুবক মো. ইয়াছিন মানিক (২৫) একই এলাকার আবু তাহের গাজীর ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর অভিযুক্ত যুবক মানিক মেয়েটার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে তার খালা ও অন্য সদস্যরা এসে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর যুবকের পরিবারের সদস্যরা এসে বিষয়টি মীমাংসা করা হবে এরূপ প্রতিশ্রুতিতে যুবকটিকে তাদের ঘরে নিয়ে যায়। কিশোরীর পরিবার উক্ত যুবকের বাসায় ভাড়া থাকে। ঘটনার সময় কিশোরীর মা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অবস্থান করছিলেন এবং কিশোরী ও তার ছোট ভাই পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে যুবকটি কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানা যায়। কিশোরীটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত। 
 
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি শুক্রবার সকালে ঘটনাটি জেনেছেন। 

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার শুক্রবার সকালে ওই যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির