হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। 

আহতরা হলেেন—সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মাইনুদ্দিন তার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা বের করেন। সে সময় প্রার্থী আবদুর রবের এক সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় রামদা ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের মামলা করেননি। কেউ কোনো অভিযোগ অথবা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। 

এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘মাইনুদ্দিনের লোকেরা তুচ্ছ ঘটনায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে। নির্বাচনে তিনি আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি আছে।’ 

অপর ইউপি সদস্য পদপ্রার্থী মাইনুদ্দিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তারা আমার সমর্থকদের মারধর করেছে। তাই জনসাধারণ ক্ষুব্ধ হয়ে জড়ো হয়েছিল। তারা সেখানেও হামলা করেছে। আমার সমর্থকদের মধ্যে যারা আহত হয়েছে, তাদের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের