হোম > সারা দেশ > চাঁদপুর

প্রেমিকের পর এবার প্রেমিকার আত্মহত্যা

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

প্রেমিকের (১৬) আত্মহত্যার বিষয় মেনে নিতে না পেরে প্রেমিকাও (১৬) আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রেমিক-প্রেমিকা দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করত। প্রায় একই সময়ে মাদ্রাসায় যাওয়া-আসা ও কথাবার্তা হওয়ার সুবাদে এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবার এক মাস আগে জানলে তারা এতে বাধা দেয়। মূলত তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। এ কারণে উভয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি।

এলাকাবাসী আরও জানায়, দুই পরিবার প্রেমের বিষয়টি মেনে না নেওয়ায় প্রেমিক গত ২৭ জানুয়ারি আত্মহত্যা করে। কিন্তু তার (প্রেমিকের) পরিবার স্বাভাবিক মৃত্যু বলে মরদেহ দাফন করে ফেলে। তার মৃত্যুর ২১ দিন পর প্রেমিকা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

নিহতের বাবা বলেন, ‘আমি আর আমার স্ত্রী পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। প্রথমে আমার ছেলে জানালা দিয়ে ঘটনা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে বাড়ি ফিরে মেয়ের ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করি।’ 

নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ‘মেয়েটির আত্মহত্যার বিষয়টি আমাকে জানানো হয়েছে।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মেয়ের বাবাসহ লোকজন এসেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু