হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ দিন ধরে নিখোঁজ ফটিকছড়ির এক প্রবাসী

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. নুর মিয়া (৪৫) নামের ফটিকছড়ির এক প্রবাসী। তিনি উপজেলার নানুপুর ইউনিয়নের শাহ মো. বাড়ির আহমদ কবিরের ছেলে। গত ২৮ মে তিনি আমিরাত থেকে দেশে ছুটিতে আসেন।

মো. নুর মিয়ার স্ত্রী খালেদা বেগম জানান, পাসপোর্ট নবায়ন করাতে গত ২৮ জুন তিনি চট্টগ্রাম নগরীতে যান। দুপুর ১২টার দিকে সর্বশেষ মোবাইলে কথা হয়। তখন মো. নুর মিয়া জানিয়েছিলেন, তিনি পাসপোর্ট জমা দেওয়ার লাইনে আছেন। এরপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

নুর মিয়ার স্ত্রী খালেদা বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি। কোনো হদিস পাইনি। বাড়িতে কারও সঙ্গে কোনো মনোমালিন্যও ছিল না। কোথায় আছে, কেমন আছে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘প্রবাসী নিখোঁজের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, নুর মিয়ার দশম শ্রেণি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই পুত্রসন্তান রয়েছে। তিনি আরব আমিরাতে একটি কফি শপে কাজ করতেন। প্রতি দুই বছর পর পর দুই মাসের ছুটি কাটাতে দেশে আসতেন।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে