চট্টগ্রামের হালিশহরে জাহিদুল আলম মিন্টু (৩৯) নামে আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় হালিশহরের দুই নম্বর সাইট এলাকায় ওই ব্যক্তির বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পারিবারিক হতাশা থেকে মিন্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, জাহিদুল আলম মিন্টু নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি সংসদ সদস্য এম এ লতিফের অনুসারী ছিলেন। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমপি লতিফের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। মিন্টুর স্ত্রীও এমপির নারী সংগঠন নারী শক্তির সঙ্গে যুক্ত আছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল থেকে একটি চিরকূট উদ্ধার করেছি। চিরকুটে তিনি পরিবারের বিষয়ে মানসিকভাবে বিপর্যস্ত ও ঋণগ্রস্ত থাকার কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা চান।’