হোম > সারা দেশ > চট্টগ্রাম

কিশোরী ধর্ষণ মামলায় সৎবাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে। 

ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন। 

২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে। 

ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু