হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী কলেজছাত্রীসহ ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় স্কুটি বাইক আরোহী কলেজছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী এলাকার হাক্কানি পেট্রল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনির মৃত ইয়াছিন বাবুলের মেয়ে ও আইন কলেজের ছাত্রী শারমিন আক্তার (২২) এবং তার বন্ধু ও একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, ভিকটিম মেহেদী হাসান আরিফ স্কুটি বাইক চালাচ্ছিলেন। শারমিন পেছনে বসা ছিলেন। হাক্কানি পেট্রল পাম্প ফেলে ছোট ব্রিজের ওপর তাদের বাইক ওঠার পর পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। মুহূর্তের মধ্যে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। আমি ও মহিউদ্দিন নামে আরও এক পথচারী মিলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’ দুর্ঘটনার পর দুজনের প্রচুর রক্তক্ষরণ হয় বলেও জানান তিনি। 

নিহত শারমিনের ভাই মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আরিফ ভাই আমাদের প্রতিবেশী এবং তার বন্ধু। দুজন বাসা থেকে বেরিয়ে একটি কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে আসি।’ 

এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির