হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে এক বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে ১৪৮ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। গতকাল শনিবার আখাউড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিভিন্ন প্রজাতির ৬ হাজার ৩৭৬ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। জেলায় উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এ জেলায় চাহিদার তুলনায় মাছের উৎপাদন বেশি হয়। গুণগত মানসম্পন্ন মাছের উৎপাদন নিশ্চিত করতে পারলে মাছ রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে।’ 

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ মার্কিন ডলার মূল্যের বরফায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা, প্লাস্টিক, এলপি গ্যাসসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। রপ্তানিপণ্যের মধ্যে ৮০ শতাংশই রয়েছে বরফায়িত মাছ।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের