হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০৮টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে কাস্টমস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুল্কমুক্ত সুবিধায় আনা ১০৮টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. ফখরুল আলম। এবার ম্যানুয়েল ও ই-অকশন দুই পদ্ধতিতে এই ১০৮টি গাড়ি নিলাম হবে বলে জানান এই কর্মকর্তা।

বিএমডব্লিউ, মার্সেডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগোয়ার, লেক্সাস, মিতসুবিশি ব্রান্ডের এসব বিলাসবহুল গাড়ি বিভিন্ন সময় কার্নেট পি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা হয়।

ফখরুল আলম বলেন, আগামী ২৩-২৪ জুন নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ মে নিলামের ক্যাটালগ প্রকাশ করা হবে। এরপর ১২-১৩ জুন দরপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা, পে অর্ডারের হার্ড কপি জমা দিতে পারবেন ১৬ জুন পর্যন্ত। ১৯ জুন মোংলা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম জেলা প্রশাসন ও কাস্টম হাউসে রাখা দরপত্র বাক্স খোলা হবে।

কাস্টমস কর্মকর্তা বলেন, ১ জুন আগ্রহী নিলাম ডাককারীদের ই-অকশনের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত আগ্রহী ক্রেতারা চট্টগ্রাম বন্দরে রাখা এসব গাড়ি অফিস চলাকালীন সময়ে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। নিলাম ক্রেতাকে গাড়ি পরিদর্শনের জন্য গাড়ি পরিদর্শনের উল্লেখিত তারিখের ৩ দিন আগে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি বন্দরের নির্ধারিত ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে আবেদন করে অস্থায়ী গেটপাস সংগ্রহ করতে হবে। 

এক প্রশ্নের জবাবে ফখরুল আলম বলেন, ‘বন্দর শেডে নিলামযোগ্য ১০৮ গাড়ি রয়েছে। এর মধ্যে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ৮৩টি গাড়ির ক্লিয়ারেন্স পারমিট (সিপি) পেয়েছি। তাই ক্রয়, খালাস ও রেজিস্ট্রেশনে সমস্যা হবে না। কিছু গাড়ির সিপি আগে পেয়েছি। কিছু গাড়ির সিপি লাগবে না। প্রবাসী বাংলাদেশি পর্যটকেরা বিশেষ সুবিধায় এসব গাড়ি এনেছিলেন। এসব গাড়ি বন্দর থেকে খালাসও নেননি, ফেরতও নিয়ে যাননি। তাই বিধি ও আইন অনুযায়ী নিলামের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি আমরা এনবিআরকে জানাই। এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় গাড়িগুলো নিলামের ছাড়পত্র দিয়েছে।’ 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি