চট্টগ্রামের হাটহাজারীতে তৃতীয় দফায় ইউপি নির্বাচনের দিনে যুবলীগ নেতা মো. শাহাজাহানকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আহত যুবলীগ নেতার দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নে পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো. আলী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্যানেল চেয়ারম্যানকে তাঁর বসতঘরের অদূরে নূর আলম সওদারের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ইউপি নির্বাচনের দিন নৌকার প্রতীকের পক্ষে কাজ করায় যুবলীগ নেতা মো. শাহাজাহানকে গ্রেপ্তারকৃত গাজী মো. আলী হাসান ও তাঁর ভাইয়েরা মিলে মারধর ও কুপিয়ে জখম করেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ইউপি নির্বাচনের দিন মো. শাহাজাহান নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহাজাহানের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।