হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারা থেকে চলবে চট্টগ্রামের জিপিও পর্যন্ত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গণপরিবহন সংকট নিরসনে চট্টগ্রামের আনোয়ারা থেকে নগরীর জেনারেল পোস্ট অফিস (জিপিও) পর্যন্ত ২০টি স্পেশাল বাস নামানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম পিএবি সড়ক বাস মালিক সমিতি। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আনোয়ারা থেকে ছেড়ে আসা বাসগুলো কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং, মইজ্জেরটেক, ফিরিঙ্গি বাজার ও নিউ মার্কেট জিপিও পর্যন্ত চলাচল করবে।

আনোয়ারার পর্যটন এলাকা পারকি সমুদ্রসৈকত, কোরিয়ান ইপিজেড, চায়না অর্থনৈতিক জোন ও কর্ণফুলী নদীর তলদেশের টানেলকে ঘিরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা ব্যস্ততম এলাকায় পরিণত হয়েছে। স্থানীয় বিভিন্ন পেশায় নিয়োজিত ও বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত প্রতিদিন অন্তত কয়েক লক্ষাধিক মানুষ চট্টগ্রাম নগর ও দেশের বিভিন্ন জেলা উপজেলায় যাতায়াত করেন এই সড়ক দিয়ে। কিন্তু আনোয়ারার বটতলী, ছাত্তারহাট, মালঘর বাজার ও চাঁদপুর বাস স্টেশনে মালিক সমিতি ৮০টি বাস সার্ভিস থাকলেও চলাচল উপযোগী আছে মাত্র ৪০ থেকে ৫০ টির মতো। এ ছাড়া কর্ণফুলীতে কোনো বাস স্টেশন নেই। এতে প্রতিদিন জনদুর্ভোগ লেগেই থাকে। এ অবস্থায় গণপরিবহনের সংকট কাটাতে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সুপারিশে বিআরটিএ’র কাছে ২ বছর আগে আবেদন করে চট্টগ্রাম পিএবি সড়ক বাস মালিক সমিতি।

আগামী ২৫ সেপ্টেম্বর এই বাসগুলো চলাচলের আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় গণপরিবহন সংকট নিরসনে স্পেশাল বাস চালানোর অনুমতি পেয়েছি।’

তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আনোয়ারা থেকে নিউমার্কেট জিপিও পর্যন্ত ২০টি বাস চলবে। আনোয়ারা সদর, চাতরি চৌমুহনী বাজার, শিকলবাহা ক্রসিং ও মইজ্জ্যারটেক এলাকায় ৪টি স্টেশন থাকবে। প্রাথমিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পরবর্তীতে স্টেশনে ১০ টাকা হারে ভাড়া কমবে।

কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, এই বাস সার্ভিস চালু হলে জনসাধারণের দুর্ভোগ কমবে। খুব সহজে কম ভাড়ায় তাঁরা নগরে যেতে পারবেন।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু