হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় লেগুনার ধাক্কায় নারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় লেগুনার ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর দুই সন্তান আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের চালিয়াতলী এলাকার বদরখালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা (৪০) বান্দরবান সদর উপজেলার নাছির উদ্দিনের স্ত্রী। আহত দুই শিশুর নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বান্দরবান সদর উপজেলা থেকে অটোরিকশায় করে দুই সন্তান নিয়ে মহেশখালী উপজেলার কালারমারছড়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন রাজিয়া সুলতানা। অটোরিকশাটি চালিয়াতলীর বদরখালী ব্রিজ এলাকায় গেলে একটি যাত্রীবাহী লেগুনা ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

স্থানীয় লোকজন আহত নারী ও দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসক। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাজিয়া সুলতানাকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর দুই শিশুসন্তান আহত হয়েছে। লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল