হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারীদের গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে মুখোশধারীদের গুলিতে ক্যাম্পের মো. আব্দুর রহিম নামের এক হেড মাঝি (নেতা) গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহিম ময়নারঘোনা ১২ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (হেড মাঝি)।

ওসি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরা একদল অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে হেড মাঝি মো. আব্দুর রহিম গুলিবিদ্ধ হন।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, হেড মাঝি রহিমের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর ৮ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আমির জাফরসহ অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা