হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পোলট্রি ফার্ম ও মিষ্টি তৈরির কারখানাকে জরিমানা 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে খালে পোলট্রি ফার্মের বর্জ্য ফেলায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় প্রতিষ্ঠান দুটিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দূষিত পোলট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশদূষণের দায়ে মামণি পোলট্রি ফার্মকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে এসবি সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, পরিবেশদূষণের দায়ে মামণি পোলট্রি ফার্মকে ২ লাখ টাকা এবং একটি মিষ্টি তৈরির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পোলট্রি ফার্ম কর্তৃপক্ষকে পোলট্রি বর্জ্য যাতে খালের পানিতে না ফেলে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে দূষিত পানির লাইন বন্ধ করা এবং নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানার পুলিশ ও আনসার বাহিনী সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট