হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পোলট্রি ফার্ম ও মিষ্টি তৈরির কারখানাকে জরিমানা 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে খালে পোলট্রি ফার্মের বর্জ্য ফেলায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় প্রতিষ্ঠান দুটিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দূষিত পোলট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশদূষণের দায়ে মামণি পোলট্রি ফার্মকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে এসবি সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, পরিবেশদূষণের দায়ে মামণি পোলট্রি ফার্মকে ২ লাখ টাকা এবং একটি মিষ্টি তৈরির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পোলট্রি ফার্ম কর্তৃপক্ষকে পোলট্রি বর্জ্য যাতে খালের পানিতে না ফেলে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে দূষিত পানির লাইন বন্ধ করা এবং নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানার পুলিশ ও আনসার বাহিনী সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা