হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা পাচারকারী নিহত

 প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ