হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিমন্ত্রণ জানিয়ে আপত্তিকর ছবি তুলে যুবককে ব্ল্যাকমেল, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে প্রেমের ফাঁদে ফেলে যুবককে বাসায় নিমন্ত্রণে এনে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের দুই তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হালিশহর থানাধীন মোহনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনিয়া বেগম (২৫), টুম্পা আক্তার রিয়া (১৯) ও মো. ফয়সাল (২৬)। 

পুলিশ জানায়, এক মাস আগে অভিযুক্ত তরুণীদের একজনের সঙ্গে পশ্চিম বাকলিয়ার বাসিন্দা এক যুবকের পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার অভিযুক্ত তরুণী ওই যুবককে নিজ বাসায় নিমন্ত্রণ জানান। পরে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই যুবক হালিশহরে তরুণীর বাসায় যান। পরে ওই তরুণীসহ চক্রের অন্য সদস্যরা মিলে তাঁদের বাসার ভেতর আটকে রেখে মারধর করেন। এ সময় তরুণীদের সঙ্গে তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও তোলা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছে ১ লাখ টাকা দাবি করেন। এ সময় বিকাশের মাধ্যমে ওই যুবক ৬০ হাজার টাকা চক্রটির হাতে তুলে দেন। পরে সেখান থেকে ছাড়া পেয়ে তিনি ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দিলে সেই বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় ভিকটিমের দায়ের করা মামলায় পরে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়। চক্রটির অন্যতম হোতা ধোপাপাড়ার ফয়সাল। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত