চট্টগ্রাম নগরীতে প্রেমের ফাঁদে ফেলে যুবককে বাসায় নিমন্ত্রণে এনে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের দুই তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হালিশহর থানাধীন মোহনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনিয়া বেগম (২৫), টুম্পা আক্তার রিয়া (১৯) ও মো. ফয়সাল (২৬)।
পুলিশ জানায়, এক মাস আগে অভিযুক্ত তরুণীদের একজনের সঙ্গে পশ্চিম বাকলিয়ার বাসিন্দা এক যুবকের পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার অভিযুক্ত তরুণী ওই যুবককে নিজ বাসায় নিমন্ত্রণ জানান। পরে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই যুবক হালিশহরে তরুণীর বাসায় যান। পরে ওই তরুণীসহ চক্রের অন্য সদস্যরা মিলে তাঁদের বাসার ভেতর আটকে রেখে মারধর করেন। এ সময় তরুণীদের সঙ্গে তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও তোলা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছে ১ লাখ টাকা দাবি করেন। এ সময় বিকাশের মাধ্যমে ওই যুবক ৬০ হাজার টাকা চক্রটির হাতে তুলে দেন। পরে সেখান থেকে ছাড়া পেয়ে তিনি ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দিলে সেই বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় ভিকটিমের দায়ের করা মামলায় পরে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়। চক্রটির অন্যতম হোতা ধোপাপাড়ার ফয়সাল। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।