হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ২ ট্রেনের সংঘর্ষ, ৩ বগি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলীর মার্শাল ইয়ার্ডে মেঘনা এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিন বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

মার্শাল ইয়ার্ড সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে আসার পর মার্শাল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় পরিষ্কার করার জন্য। ট্রেনটি পরিষ্কার করা শেষে ইয়ার্ড থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকেও মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণত মহানগর এক্সপ্রেস ট্রেন বের হওয়ার পর মেঘনা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল।

এ ঘটনায় মহানগর এক্সপ্রেস ট্রেনের তিন বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তিন বগি পরিবর্তন করার কারণে সাড়ে ১২টার ট্রেনটি দুপুর ২টা ১৫ মিনিটে ছেড়ে যায় বলে জানান চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম। প্রায় দুই ঘণ্টা বিলম্ব হওয়ায় যাত্রীরাও দুর্ভোগে পড়েন। 

ঘটনার পরপরই রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে রয়েছেন-বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।

ডিটিও আনসার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি মার্শাল ইয়ার্ড ত্যাগ করার পর মেঘনা এক্সপ্রেস ঢোকার কথা। কিন্তু মহানগর এক্সপ্রেস ট্রেনটি বের হওয়ার আগেই মেঘনা ঢুকে যাওয়ায় সংঘর্ষ হয়। কেন, এমন ঘটনা ঘটল তার কারণ বের করতে তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত করার পর বিস্তারিত বলতে পারব।’

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু