হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইপিজেডে তাজনাহার আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে ওই কিশোরীকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত তাজনাহার পোস্তারপাড় মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ও বন্দরটিলা এলাকার তাজুল ইসলামের মেয়ে। নিহত তাজনাহার তাঁর বাবা-মায়ের সঙ্গে বন্দরটিলা বাসায় থাকতেন। 
 
আজ বৃহস্পতিবার ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশ হাসপাতাল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করেছে। তাঁর পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের ভাষ্যমতে, সে কিছুদিন ধরে অসুস্থ ছিল। 
 
ওসি বলেন, ‘মেয়েটির গলায় দাগ পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ ছিল তা এখনো নিশ্চিত নয়। মেয়েটির পরিবারও আত্মহত্যার বিষয়ে স্পষ্টভাবে কিছু বলছেন না। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি। আপাতত এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।’ 
 
এদিকে হাসপাতাল পুলিশ ফাঁড়ি বলেছে, নিজ বাসার মধ্যে গলায় ফাঁস লাগিয়ে তাজনাহার আক্তার মারা যায়। ইপিজেড থানা–পুলিশের মাধ্যমে ওই তরুণীকে নিয়ে আসা হয়। সঙ্গে মেয়েটির চাচা মো. ইউছুফ উপস্থিত ছিলেন। 
 
ইউছুফ আজকের পত্রিকাকে বলেন, মেয়েটির কি হয়েছে বলতে পারব না। তবে সে অসুস্থ ছিল। আমি হাসপাতালে এসে মেয়েটির মরদেহ দেখতে পাই। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার