হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচং থেকে দুবাই যাওয়ার ৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

দুবাই যাওয়ার ছয় দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. এরশাদ হোসেন (২১)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার বিকেলে এরশাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর বোন পপি আক্তার। 

পপি আক্তার জানান, ‘বিদেশ যাওয়ার আগে মা বাবাকে বলেছিলেন, তোমরা আমার জন্য আর চিন্তা করো না। আমি দুবাইতে গিয়ে মাসে মাসে টাকা পাঠাব। আমাদের ঋণ শোধ করিয়ে নিয়ো। আমাদের আর অভাব থাকবে না।’ 

এরশাদ হোসেন বুড়িচং ফজলুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে এইচএসসি পাস করার পর বিভিন্ন কোম্পানিতে চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছিলেন। সেখানেও ব্যর্থ হন। এরপর ক্ষুদ্রঋণ এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে দালালের মাধ্যমে গত ৩০ মে দুবাই যান এরশাদ। 

দুবাই পৌঁছানোর ছয় দিনের মাথায় গত ৫ জুন বিকেলে শারজাহ এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এরশাদ। গুরুতর অবস্থায় দুবাই আল কাসমিয়া হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রিমন নামের এক প্রবাসী বাড়িতে ফোন করে এরশাদের মৃত্যুর বিষয়টি জানান। এরশাদের পরিবার এখন তাঁর মরদেহ পাওয়ার অপেক্ষা করছেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত