হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে সরিষা আবাদের জমি বেড়েছে ৫৫ হেক্টর

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলায় চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৫৫ হেক্টর বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গত মৌসুমে উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩১০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বারি-১৪, বারি-১৭, বারি-৯ ও লোকাল টরি-৭ জাতের সরিষা আবাদ করা হয়েছে। এবার বৈরী আবহাওয়া বিরাজ করলেও ফলন ভালো হওয়ার আশা করা হচ্ছে। উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা বর্তমানে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ঘাসিগ্রামের কৃষক আবুল খায়ের বলেন, ‘সার ও গরুর শুকনা গোবর ব্যহারের কারণে সরিষার ফলন এবার ভালো হয়েছে। লোকাল টরি-৭ সরিষার চাষ করেছি। সরিষা চাষে খরচ কম। সার ও হাল চাষে কিছুটা খরচ হলেও ফলনে লাভ হয় বেশি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন আরও বলেন, ‘চাষ বাড়াতে উপজেলার ৪০০ কৃষকের মধ্যে বীজ এবং সার প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তারা মাঠ পরিদর্শন করছেন। তাঁরা যেকোনো সমস্যায় কৃষকদের সঠিক পরামর্শ দিচ্ছেন।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী