হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্যাংকের বর্জ্য পরিষ্কারে নেমে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সীতাকুণ্ডে তেলের ডিপোতে থাকা ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে থাকা ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নেমে পেয়ারু হাসান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় জামালের মালিকানাধীন তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত শ্রমিক মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসানকে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আহত শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ট্যাংকের তলায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের জন্য ভেতরে নামেন এক শ্রমিক। ভেতরে কিছুক্ষণ কাজ করার পর অক্সিজেন-স্বল্পতার কারণে সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারে আরও তিন শ্রমিক নামলে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকা চার শ্রমিককে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আহত চার শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক আহত চারজনকেই হাসপাতালে ভর্তি দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তেলের ডিপোতে শ্রমিক হতাহতের ঘটনার খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল