হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।

হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।

হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প