হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে গোসলে নেমে দুই দিন ধরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে দুই দিন ধরে নিখোঁজ হিমেল আহমেদ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৪টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা নুনিয়ারছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার বেড়াতে এসে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে তিনি স্রোতের টানে ভেসে যান।

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পর্যটক হিমেল আহমেদ সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পর দুই দিনের মাথায় লাশ ভেসে আসে। তাঁর লাশ নিতে স্বজনেরা এসেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে এ দুর্ঘটনার শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত