হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদভীর সেই পাকিস্তানি বন্ধুর বিদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীকে দায়িত্ব থেকে সরিয়ে দিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রশাসন। ২৩ জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তাঁর বন্ধু মোহাম্মদ আমিন নদভী বিশ্ববিদ্যালয়ে মোরালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে গত ২১ নভেম্বর আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এরপর ২৩ জানুয়ারি মোহাম্মদ আমিন নদভীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ আমিন নদভীর জায়গায় দায়িত্ব পালন করবেন শাকের আলম। এই দায়িত্ব ছাড়ার পর মোহাম্মদ আমিন নদভী ক্যাম্পাস ছেড়েছেন।

এ বিষয়ে আইআইইউসির সহ-উপাচার্য মনসুরুল মাওলা বলেন, ‘মোহাম্মদ আমিন নদভীর জায়গায় প্রফেসর শাকের আলমকে নিয়োগ দেওয়ার কথা শুনেছি। এই অবস্থায় মোহাম্মদ আমিন নদভী আইআইইউসিতে আর কোনো দায়িত্বে নেই।’

মোহাম্মদ আমিন নদভী পাকিস্তানের নাগরিক। বহুদিন ধরে বসবাস সংযুক্ত আরব আমিরাতে। ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন আইআইইউসিতে।

সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দির নদভীর সঙ্গে তাঁর ছোটবেলার বন্ধুত্ব। সেই যোগসূত্রে বাংলাদেশে এসেছেন তিনি। যদিও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী।

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ