হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংবাদ প্রকাশের পর ইসির সেই জয়নালকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংবাদ প্রকাশের পর জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের সদস্য সেই জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। আজ মঙ্গলবার কাউন্টার টেররিজম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন। 

গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জয়নালের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে—এ পর্যন্ত জয়নাল জালিয়াতির মাধ্যমে ৫০টির অধিক জন্মনিবন্ধন সনদ তৈরি করেছেন। 

এর আগে ৮-২১ জানুয়ারি পর্যন্ত ৩৮ নম্বর বন্দর ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড, ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডের সার্ভারে যথাক্রমে ৪০,১০ এবং ৮৪টি ভুয়া জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এ-সংক্রান্ত মহানগরের খুলশী থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের (পাহাড়তলী) জন্মনিবন্ধন সহকারী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। 

পরে ২৩ জানুয়ারি জালিয়াতি চক্রের চার সদস্যকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযুক্ত মো. জয়নাল আবেদীনকে (৩৮) কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জালিয়াতির সঙ্গে জড়িত জয়নাল আবেদীন জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত মোবাইল ডিভাইস পর্যালোচনার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত তিনি উল্লেখযোগ্যসংখ্যক ভুয়া/জাল জন্মনিবন্ধন সনদ তৈরি ও বিতরণ করেছেন। তাঁর মতো আরও একাধিক চক্র সারা দেশে রয়েছে। প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করতে জয়নাল গড়ে ১৫০০-১৮০০ টাকা নিতেন। 

উল্লেখ্য, এর আগে ২৮ জানুয়ারি আজকের পত্রিকায় ‘ইসির সেই জয়নাল এখনো তৎপর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির