হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

আজ বুধবার অধিদপ্তরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে আকবরশাহ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, কাউন্সিলর জহুরুল আলম জসিম (৫৩), তাঁর স্ত্রী তাছলিমা বেগম (৩৯), ও বিশ্বকলোনি এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় (২৬)।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, গত গতকাল ৭ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি টিম আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান। সেখানে ওই এলাকার টিলা শ্রেণি জমির ৩ শতাংশ অংশের ছোট-বড় সমুদয় গাছ ও ঝোপঝাড় কেটে টিলা কাটা দেখতে পান তিনি। এ ছাড়া পাহাড় কেটে একটি টিনশেড সেমিপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় ওই ঘরগুলোর কেয়ারটেকার মোহাম্মদ হৃদয়কে নোটিশ প্রদান করে আজ শুনানিতে অংশ গ্রহণ করতে নির্দেশনা দেন। শুনানিতে অংশ নিয়ে কেয়ারটেকার মোহাম্মদ হৃদয় জানান, কেটে ফেলা ভূমির মালিক তিনি নন। ওই জায়গার প্রকৃত মালিক জহুরুল আলম জসিম এবং তাঁর স্ত্রী তাছলিমা বেগম বলে জানান তিনি। পরে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত