হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে লাঠিসোঁটা-দা-কিরিচ নিয়ে টেম্পোস্ট্যান্ড স্টেশন দখল, অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজে লাঠিসোঁটা, দা-কিরিচ নিয়ে অন্তত ২০০ দুর্বৃত্ত স্থানীয় একটি টেম্পোস্ট্যান্ড দখলের চেষ্টা চালায়। এ সময় পরিবহন শ্রমিক সংগঠনের অফিসে আগুন দেওয়া হয়। আজ রোববার সন্ধ্যায় নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিছু সন্ত্রাসী চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ নিউমার্কেট থেকে নতুন ব্রিজ সড়কের এই অটোটেম্পোর লাইন দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন ওই রুটের পরিবহন শ্রমিক সংগঠন চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের নেতারা।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনভুক্ত সংগঠনটির চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলম বলেন, ‘এত দিন ছাত্রলীগ নেতা-কর্মীরা এই চাঁদাবাজির বাণিজ্যে থাকলেও ক্ষমতা পরিবর্তনের পর নতুন করে একটি সন্ত্রাসী চক্র তাঁদের স্ট্যান্ড দখলের পাঁয়তারাসহ চাঁদা দাবি করে আসছে। এখানে এসে চালকদের মারধর, চাঁদা দাবিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দফায় দফায় লাইন দখল করার চেষ্টা করে। সর্বশেষ তারা আজ লাঠিসোঁটা, দা-কিরিচ নিয়ে এসে আমাদের জিম্মি করে। আমাদের শ্রমিক সংগঠনের অফিস পুড়িয়ে দেওয়া হয়। গাড়ি চালাতে দেয়নি।’

পরিবহন শ্রমিক সংগঠনটি জানায়, দখল চেষ্টাকারীদের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী। ঘটনার পর সেনাবাহিনীর একটি দল সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু