হোম > সারা দেশ > চট্টগ্রাম

নর্দমায় পড়ে মারা যাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রসহ তিনজনকে আইনি নোটিশ দিয়েছেন পাঁচ আইনজীবী। চট্টগ্রাম নগরের নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এই নোটিশ দেওয়া হয়। তাঁদের পক্ষে মোহাম্মদ রিদুয়ান নামের আরেক আইনজীবী মঙ্গলবার ডাকযোগে আইনি নোটিশটি পাঠান।

মেয়র ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে। এ ছাড়া নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম জেলা প্রশাসক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা)।

নোটিশ দেওয়া পাঁচ আইনজীবী হলেন—মোহাম্মদ ফজলুল সাব্বির, মো. এমরান হোসেন, মোহাম্মদ রিয়াজুর রহমান, জোবায়ের হোসেন ও মো. তাওহিদুল করিম।

নোটিশে বলা হয়েছে, সিটি করপোরেশনের অবহেলার কারণে নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নগরের উন্মুক্ত নালা-নর্দমায় স্ল্যাব স্থাপন, ভাঙা স্ল্যাবগুলোকে অপসারণ করে নতুন স্ল্যাব স্থাপন এবং খালের পাড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করতে হবে। এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ ও মৃত্যুঝুঁকি রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সিটি করপোরেশনকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ রিদুয়ান। তিনি বলেন, নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। সিটি করপোরেশন সূত্র বলছে, পথচারীদের নিরাপদে চলাচলের জন্য গত তিন বছরে প্রায় ২৫ হাজার বর্গফুট স্ল্যাব মেরামত এবং নতুন করে নির্মাণ করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ খালের পাড়ে ১৫ হাজার বর্গফুট রক্ষাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি