হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিক প্রকৌশলীকে মারধর, কালো তালিকায় ১০ প্রতিষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের মালিকদের ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। 

আদেশে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও মালিকেরা হলেন-মেসার্স মাহমুদা বিল্ডার্স ও এস জে ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন (৪৫), মেসার্স বাংলাদেশ ট্রেডার্সের মালিক সঞ্জয় ভৌমিক কংকন (৪৬), মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস (৪৮), মেসার্স জয় ট্রেডার্সের সুভাষ মজুমদার (৪৬), মেসার্স খান করপোরেশনের মো. হাবিব উল্ল্যাহ খান (৪৮), নাজিম অ্যান্ড ব্রাদার্সের মো. নাজিম উদ্দিন (৪৬), মেসার্স রাকিব এন্টারপ্রাইজের মো. নাজমুল হোসেন, (৫০), ইফতেখার অ্যান্ড ট্রেডার্সের মো. ইউসুফ (৫০), মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজের মালিক আশিষ কুমার দে ও হ্যাপী দে। 

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চসিকের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। তাই পিপিএ এর ৬৪ (৫) এবং পিপিআর বিধি ১২৭ (১), ক ও ১২৭ (২) ঘ মতে প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। 

গত ২৯ জানুয়ারি বেলা ৩টার দিকে চসিকের আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধর ও তাঁর অফিস কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে নগরের খুলশী থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-১০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় এই পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা